কোর্স / মডেল টেস্ট এনরোল করার প্রক্রিয়া

SkillNow ওয়েবসাইটে কোর্স / মডেল টেস্ট এনরোল করার স্টেপ বাই স্টেপ প্রসেস

 

১। প্রথমেই যে কোন ওয়েব ব্রাউজার ব্যবহার করে  SkillNow এর ওয়েবসাইট https://skillnow.com.bd ভিজিট করতে হবে।  হোমপেজে উপরের নেভিগেশন মেনু থেকে Course List এ ক্লিক করতে হবে।

২। কাঙ্ক্ষিত কোর্স/ মডেল টেস্ট সিলেক্ট করতে হবে।

 

৩. কোর্স পেইজ থেকে Enroll Now / Add To Cart বাটনে ক্লিক করতে হবে।

 

৪। ইতিমধ্যে লগিন এবং কোর্স পারশেজ করা থাকলে বা ফ্রি কোর্স হলে সরাসরি কোর্স পেইজ ওপেন হবে, লগিন থাকলে কোর্স/মডেল টেস্ট পারশেজ করা না থাকলে কার্ট পেইজ ওপেন হবে, লগিন করা না থাকলে লগিন প্রম্পট আসবে। সেক্ষেত্রে আগের একাউন্ট ওপেন করা থাকলে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। একাউন্ট না থাকলে Register Now এ ক্লিক করতে হবে।

 

৫। রেজিস্ট্রেশন পেইজে বেসিক কিছু ইনফরমেশন চাইবে নাম ইমেইল ইত্যাদি পুরণ করে  Register এ ক্লিক করতে হবে। ৬। পেইড কোর্স/মডেল টেস্ট হলে কার্ট পেইজ ওপেন হবে, সেক্ষেত্রে কুপন কোড থাকলে কুপন কোড লিখে Apply Button এ ক্লিক করলে নির্দিষ্ট পরিমান ডিসকাউন্ড / ফুল ডিসকাউন্ট এপ্লাই হবে। এরপর Proceed To Checkout এ ক্লিক করতে হবে।

 

৭। Billing Address Page এ  কিছু ব্যাসিক তথ্য দিয়ে কনফার্ম পেমেন্ট এ ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে ওপেন হবে, আর ফুল ডিসকাউন্ট এপ্লাই হলে সরাসরি কোর্স পেইজ ওপেন হবে। পেমেন্ট গেটওয়ে ওপেন হলে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে কোর্স পেইজ ওপেন হবে।

 

৮. পারশেজ করা কোর্স ড্যাশবোর্ডে দেখাবে। সেখানে Start Learning বাটনে ক্লিক করে কোর্স/মডেল টেস্ট শুরু করা যাবে।

 

 

কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের Facebook Page অথবা Telegram Channel এ নক করলেই সমাধান করে দেয়া হবে। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *